একুশে পদক রাষ্ট্রের সম্মানে তাঁদের প্রতিক্রিয়া

একুশে পদক রাষ্ট্রের সম্মানে তাঁদের প্রতিক্রিয়া

‘সব কটা জানালা খুলে দাও না’, ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’, ‘আমায় গেঁথে দাও না মা গো’সহ বহু গানের লেখক নজরুল ইসলাম বাবুকে এ বছর দেওয়া হচ্ছে একুশে পদক। তবে মরণোত্তর। ১৯৯০ সালে মাত্র ৪১ বছর বয়সে তিনি চলে যান। গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি। তবে এত দিন রাষ্ট্রীয় এ সম্মাননা পাননি বলে আক্ষেপ ছিল তাঁর ভক্ত ও পরিবারের। মৃত্যুর ৩২ বছর পর রাষ্ট্রের এ সম্মান পেলেন তিনি। শিল্পকলা, সংগীত ও অভিনয়ে যাঁরা পেলেন একুশে পদক, তাঁদের কেউ পেয়েছেন মরণোত্তর, কেউ কেউ এখন অসুখে পর্যুদস্ত, কেউ থাকেন পরবাসে। তবে রাষ্ট্রের এ সম্মানে তাঁরা সন্তুষ্ট। দেশ ও নিজ নিজ ক্ষেত্রের সহযাত্রীদের ধন্যবাদ জানিয়েছেন শিল্পী ও তাঁদের পরিবারের সদস্যরা।বিস্তারিত

বিনোদন