ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামের দ্বিতীয় দিনেও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে কেউ কিনল না। এর আগে নিলামের প্রথম দিনে সাকিব অবিক্রীত থাকেন। এবার দ্বিতীয় দিনেও সাকিবের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
ধারণা করা হচ্ছিল, এবার আইপিএলে ভালো দাম পেতে পারেন সাকিব আল হাসান। কিন্তু হল উল্টোটা। দ্বিতীয়বার নিলামে তুললেও কেউ তাকে কিনেনি। ফলে অবিক্রীত থেকে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
বাংলাদেশ থেকে এবার একমাত্র খেলোয়াড় হিসেবে আইপিএলে দল পেয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। তাকে প্রথমবারই ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
উল্লেখ্য, ২০১১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলেন সাকিব। এরপর দুই বছর খেলেন সানরাইজার্স হায়দারাবাদে। ২০২০ আইপিএলে নিষেধাজ্ঞার কারণে বিবেচনায় ছিলেন না সাকিব। আর ২০১৩ সালে খেলেননি চোটের কারণে। ২০১১ সালের পর এই প্রথম আইপিএলে দুই দফা নিলাম শেষেও দলহীন সাকিব