পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, ১০ ঘণ্টা পর ফের গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, ১০ ঘণ্টা পর ফের গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগ দুই ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সেনবাগ থানার তিন পুলিশসহ দুই গ্রাম পুলিশ আহত হয়েছেন।

আহতরা হচ্ছেন- সেনবাগ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আল আমিন (এএসআই) শ্রীবাস, কনস্টেবল রুনি বড়ুয়া ও গ্রাম পুলিশ আবদুল মান্নান এবং সুজন পাল। তাদেরকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সেনবাগ থানার ওসি মো. ইকবাল হোসেন পাটোয়ারী জানান, শনিবার বিকেলে সেনবাগ থানার এসআই আল আমিনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের বাবুপুর শ্রীপুর গ্রামের ৯নং ওয়ার্ডের (ছিলোনীয়া পাড়া) এলাকায় রুকু মিয়ার ছেলে তেজগাঁও থানার দস্যুতা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মনির হোসেনকে (৩৫) বাড়ি থেকে গ্রেপ্তার করে।

হ্যান্ডকাপ পরিয়ে তাকে থানার আনার পথে স্থানীয় দুই ইউপি মেম্বার মহিন উদ্দিন ও তার স্ত্রী একই ওয়ার্ডে সংরক্ষিত মহিলা মেম্বার হোসনে আরার নেতৃত্বে ৩০/৩৫ জনের একদল সন্ত্রাসী পুলিশের ওপর অতর্কিতে লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে হ্যান্ডকাপসহ আসামি মনিরকে ছিনিয়ে নিয়ে যায়।

এতে পুলিশের তিন সদস্য ও দুই গ্রাম পুলিশ আহত হয়। ঘটনার পর টানা অভিযানে দীর্ঘ ১০ ঘণ্টা পর পার্শ্ববর্তী কুমিল্লার লাঙ্গলকোর্ট উপজেলার চাঁদপুর এলাকা থেকে আসামি মনির হোসেনকে হ্যান্ডকাপসহ পুনরায় গ্রেপ্তার করা হয়। পুলিশের ওপর হামলা ও আাসামি ছিনতাইয়ের ঘটনায় সেনবাগ মামলা দায়ের করা হয়েছে।

ওসি বলেন, গ্রেপ্তারকৃত আসামি মনির হোসেনকে রবিবার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতে পাঠালে আদালত তাকে জেলহাজতে পাঠায়। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

শীর্ষ সংবাদ সারাদেশ