বাগেরহাটের মেয়রকে কারাগারে পাঠানোর নির্দেশ

বাগেরহাটের মেয়রকে কারাগারে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট

 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আত্মসমর্পণের পর বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান ও পৌরসভার সাবেক সচিব মোহম্মদ রেজাউল করিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার সকালে জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলামের আদালতে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত এ সময় তাদের আবেদন নামঞ্জুর করে দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুদকের আইনজীবী মিলন ব্যানার্জি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেয়র হাবিবুর রহমান ও পৌরসভার সাবেক সচিব মোহম্মদ রেজাউল করিম এখনো আদালত চত্বরেই আছেন। তাদেরকে কারাগারে নেওয়ার প্রস্তুতি চলছে।

এদিকে এই দুজনের পক্ষে বাগেরহাট আইনজীবী সমিতির সভাপতি এ কে আজাদ ফিরোজ টিপু নেতৃত্বে প্রায় ৩০০ জন আইনজীবী শুনানিতে অংশ নেন।

অবৈধ নিয়োগ ও প্রকল্প বাস্তবায়ন না করে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে মেয়র খান হাবিবুর রহমানের বিরুদ্ধে গত বছরের ২৫ নভেম্বর দুটি মামলা করে দুদক। এর আগে ২০২০ সালের ৭ অক্টোবর মেয়রের দুর্নীতি অনুসন্ধানে নামে দুদকের খুলনা কার্যালয়। এ মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছিল।

দুদকের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ বাদী হয়ে মামলা দুটি করেন।

খুলনা-বাগেরহাট মহাসড়ক অবরোধ

এদিকে মেয়র হাবিবুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশের প্রতিবাদে খুলনা-বাগেরহাট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তার সমর্থকেরা। বেলা একটার দিকে তারা এ অবরোধ শুরু করেন। এ সময় মেয়রের সমর্থকরা খুলনা-বাগেরহাট মহাসড়কের দশানি, ভিআইপি মোড় ও বাসস্ট্যান্ড মোড় এলাকায় সড়কের ওপর আড়াআড়ি করে বাস রেখে সড়ক অবরোধ করেন। এতে খুলনা-বাগেরহাট মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এক ঘণ্টা পর বেলা দুইটার দিকে অবরোধ তুলে নেন কর্মী-সমর্থকরা।

সারাদেশ