ইয়াছিন রানা
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেট করে দল গোছানোর কাজ শুরু করেছে ক্ষমতাসীনরা। করোনা পরিস্থিতির অবনতি বা উন্নতি এবার থেকে থাকবে না আওয়ামী লীগ। যেসব জেলা, উপজেলা, পৌর, ইউনিয়নের কমিটি মেয়াদোত্তীর্ণ সেসব স্থানে সম্মেলন করা হবে। স্বশরীরে না পারলে ভার্চুয়ারি সংগঠনের দল গোছানোর কাজ সম্পন্ন করা হবে এমনই সিদ্ধান্ত হাই-কমান্ডের। দ্বাদশ নির্বাচনের এক বছর সময় হাতে রেখে দলকে একটি শক্ত ভীতের উপর দাড় করাতে চাচ্ছেন নেতারা। নির্বাচনের আগে কেন্দ্র থেকে শুরু করে দলের সর্বস্তরে নতুন নেতৃত্ব আনা হবে। গত ইউপি নির্বাচনে যারা বিদ্রোহী হয়ে বহিষ্কার হয়েছেন, যাদের শোকজ করা হয়েছে তাদের কোন পর্যায়ের কমিটিতে গুরুত্বপূর্ণ পদে না রাখতেও নির্দেশনা দেয়া হয়েছে।
তাই আট বিভাগের আট সাংগঠনিক টিম তাদের কাজের খসড়া প্রস্তুত করছেন। তৃণমূল সংগঠনকে তাদেরকাজ বুঝিয়ে দিচ্ছেন; কখন সম্মেলন করা যাবে তা নির্ধারণ করছেন। এ মাসের শেষ দিকে সফর শুরু করবে সাংগঠনিক টিমগুলো। ইতোমধ্যে, স্বশরীরে এবং ভার্চুয়ালি অনেকগুলো সমন্বয় মিটিং করেছে টিমগুলো। সাংগঠনিক টিমের সূত্রে জানা গেছে, সারা দেশে প্রায় ৭০ শতাংশ সম্মেলনের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। তবে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ এর প্রায় অর্ধেক।বিস্তারিত