অভিনব কৌশলে জালিয়াতির মাধ্যমে একটি বেসরকারি ব্যাংকের ২০০ এটিএম বুথ থেকে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছে একটি সংঘবদ্ধ দল। এ ঘটনার সঙ্গে জড়িত চক্রের মূলহোতাসহ আটজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (৫ মার্চ) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারকৃতদের নাম-পরিচয় জানায়নি র্যাব।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান কোটি টাকা আত্মসাৎ চক্রের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, একটি বেসরকারি ব্যাংকের ২০০টি এটিএম বুথ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার সঙ্গে জড়িত চক্রের মূলহোতাসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৫ মার্চ) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে আজ (রোববার) দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।