আন্তর্জাতিক জুডো ফেডারেশন থেকে একেবারে বাদ পড়লেন পুতিন

আন্তর্জাতিক জুডো ফেডারেশন থেকে একেবারে বাদ পড়লেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং রুশ ব্যবসায়ী আরকাদি রোটেনবার্গকে তাদের সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জুডো ফেডারেশন (আইজেএফ)।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক জুডো ফেডারেশন ভ্লাদিমির পুতিনকে সম্মানসূচক প্রেসিডেন্ট পদ থেকে সামরিক বরখাস্ত করে।

সংক্ষিপ্ত এক বিবৃতিতে আইজেএফ জানায়, ভ্লাদিমির পুতিন এবংআরকাদি রোটেনবার্গকে আন্তর্জাতিক জুডো ফেডারেশনের সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে ঘোষণা করা হচ্ছে।

ব্ল্যাক বেল্টধারী পুতিনের ওপর সম্প্রতি আরোপ করা ‘নিষেধাজ্ঞার’ কারণে রোববার আন্তর্জাতিক জুডো ফেডারেশনের গর্ভনিং বডি ঘোষণা তাকে সাময়িক বরখাস্তের ঘোষণা দিয়েছিল।

একজন দক্ষ জুডোকা পুতিন ২০১৪ সালে অষ্টম ড্যানে ভূষিত হয়েছিলেন। এটি জুডোর সর্বোচ্চ স্তরগুলোর মধ্যে একটি। ২০০৮ সাল থেকে তিনি আন্তর্জাতিক জুডো ফেডারেশনের অনারারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

আন্তর্জাতিক জুডো ফেডারেশনের সভাপতি মারিয়াস ভাইজার ২০১৪ সালে পুতিনকে ‘জুডোর নিখুঁত প্রতিনিধত্বকারী’ হিসেবে প্রশংসা করেছিলেন।
নিজেকে ফিট রাখার জন্য পুতিনের প্রিয় জুডো ও আইস হকি।

আন্তর্জাতিক