যুদ্ধ বন্ধ নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে তৃতীয়বারের মতো বৈঠকে বসেছে ইউক্রেন ও রাশিয়া। স্থানীয় সময় সোমবার বিকেলে বেলারুশে এই বৈঠক শুরু হয় বলে জানিয়েছে রাশিয়ান সংবাদমাধ্যম আরটি।
রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দূত ভ্লাদিমির মেডিঙ্কসি। ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্বে কে রয়েছেন তা জানা যায়নি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনও।
যুদ্ধ বন্ধ ও নানা বিষয় নিয়ে আলোচনা করতে এর আগে গত দুই দফা বৈঠক করেছে ইউক্রেন ও রাশিয়া। প্রথম বৈঠক হয় ২৮ ফেব্রুয়ারি। আর দ্বিতীয় বৈঠক হয় ৩ মার্চ।