আমানত সংগ্রহে ব্যয় কমানোর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আমানত সংগ্রহে ব্যয় কমানোর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

দেশের অধিকাংশ আর্থিক প্রতিষ্ঠান আমানত সংগ্রহে অগ্রহণযোগ্য ব্যয় করায় প্রতিষ্ঠানের তহবিল ব্যয় বাড়ছে। সেই কারণে ঋণ, বিনিয়োগের সুদ এবং মুনাফা হার বাড়ছে। তাই বাংলাদেশ ব্যাংক আমানত সংগ্রহের ব্যয় কমানোর নির্দেশনা দিয়েছে। রবিবার (১৩ মার্চ) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কতিপয় আর্থিক প্রতিষ্ঠান আমানত সংগ্রহের লক্ষ্যে কমিশন, উন্নয়ন ব্যয়, ব্যবসা উন্নয়ন খরচ ইত্যাদি বিভিন্ন খাতে বা শিরোনামে অর্থ ব্যয় করছে। এটি অনৈতিক ও অগ্রহণযোগ্য। এ কার্যক্রমের মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠান অযৌক্তিকভাবে তহবিল ব্যয় বৃদ্ধি করছে। এগুলো প্রতিষ্ঠানগুলোর ঋণ, বিনিয়োগের সুদ ও মুনাফার হারকে ঊর্ধ্বমুখী হতে প্রভাবিত করছে।

বাংলাদেশ ব্যাংক এমন পরিস্থিতিতে সিদ্ধান্ত হচ্ছে- আর্থিক প্রতিষ্ঠানগুলো আমানত আহরণে তাদের ঘোষিত সুদ বা মুনাফা হার ব্যতীত কোনও প্রকার প্রচ্ছন্ন ব্যয় (কমিশন, ব্যবসা উন্নয়ন খরচ, উন্নয়ন ব্যয় বা যে নামেই অভিহিত করা হোক না কেন) নির্বাহ করবে না। সেই সঙ্গে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের সুদ বা মুনাফার হার সংক্রান্ত হালনাগাদ তথ্য নিয়মিতভাবে নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করবে।

অর্থ বাণিজ্য