ভোলা প্রতিনিধি
ভোলা সদরের আবহাওয়া অফিস সড়কের একটি ব্যক্তিগত গুদাম থেকে বিভিন্ন কোম্পানির বোতলজাত ৬ হাজার ২০০ লিটার সয়াবিন তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় পরিবেশক (ডিলার) রাশেদুল আমিনকে জরিমানাসাহ গুদামটি সিলগালা করেছেন আদালত।
রোববার সন্ধ্যা রাতের দিকে ভোলা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আবহাওয়া অফিস সড়কে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আকিব ওসমান অভিযান পরিচালনা করেন।
ভোলা জেলা কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা মো. মোস্তফা সোহেল জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে জেলা কৃষি বিপণন অধিদপ্তর নির্বাহী হাকিম আকিব ওসমানের নেতৃত্বে আবহাওয়া অফিস সড়কের একটি গুদামে অভিযান চালানো হয়। গুদামে রূপচাঁদা, ফরচুনসহ বিভিন্ন কোম্পানির ৬ হাজার ২০০ লিটার বোতলজাত সয়াবিন তেল মজুত করা ছিল। এ সময় পরিবেশক রাশেদুল আমিনকে আটকসহ তেল জব্দ করা হয়। পরে নির্বাহী হাকিম নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুতের অপরাধে পরিবেশককে ২০ হাজার টাকা জরিমানা করেন। একই অপরাধে গুদামটি সিলগালা করে দেওয়া হয়।
মোস্তফা সোহেল আরও জানান, পরিবেশক রাশেদুল আমিন বেশি দামে বাজারে বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ তেল মজুত করেছেন।