পানির অপর নাম জীবন। রাজধানীজুড়ে জীবনঘনিষ্ঠ সেই পানি নিয়েই চলছে রমরমা বাণিজ্য। প্রতিটি এলাকায় স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে পানি ব্যবসা। যার কারণে বড় বোতল (জার) করে সরবরাহ করা পানির মূল্য ভোক্তাপর্যায়ে প্রতি লিটারে নেয়া হচ্ছে সর্বনিম্ন দুই টাকা। অথচ ওই পানির মূল্যে চার পয়সারও কম।
অপরদিকে, প্রায় সাতগুণ বেশি মূল্যে ক্রয় করা পানি নিরাপদ নয়। বড় বোতলে সরবরাহ করা পানি কেবল নামেই পরিশুদ্ধ ভোক্তা পর্যায়ে রয়েছে এমন সীমাহীন অভিযোগ।
অর্থাৎ উচ্চমূল্যে কেনা হচ্ছে উচ্চ ঝুঁকি। সরাসরি ওয়াসার সরবরাহ করা পানিতে শুধু ফিটকিরি ও দুর্গন্ধ দূর করার ট্যাবলেট মিশিয়ে তা বোতলে ভরে বাজারজাত করা হচ্ছে বলে নির্দিষ্ট অভিযোগ রয়েছে।
এ চিত্র শুধু রাজধানীর নয়, বরং দেশের সব মহানগরী ও জেলা শহরের চিত্র এক এবং অভিন্ন। বিত্তবানরা অধিক মূল্যে বোতলজাত পানি ক্রয় করে পান করলেও সাধারণ মানুষ অনিরাপদ পানি পান করছে। ফলে কোটি কোটি মানুষ পানিবাহিত নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে তারা ডায়রিয়া, আমাশয়, জন্ডিস ও লিভারের নানা জটিল কঠিন রোগে আক্রান্ত হচ্ছে।বিস্তারিত