দ্বাদশ নির্বাচনেও বিএনপি ভোটে যাবে! যদিও ঘোষণা দেয়া হয়েছে চলমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না দলটি। মাঠ ছেড়ে নয়, মাঠে থেকেই ভোটের প্রস্তুতির জন্য লন্ডন থেকে দেয়া হয়েছে নির্দেশনা। নির্বাচনে জিততে হলে নির্বাচনের আগেই জিততে হবে। অস্তিত্ব ও আত্মরক্ষার জন্য নির্বাচনে অংশগ্রহণই বিএনপির বড় অস্ত্র, জ্যেষ্ঠ নেতাদের কাছ থেকে এমন পরামর্শ এসেছে স্থায়ী কমিটিতে। নির্বাচনের আগে আন্দোলনের মাধ্যমে সরকারকে সরাতে এবং চাপে রাখতে দেয়া হয়েছে কঠোর কেন্দ্রীয় নির্দেশনা।
জনসম্পৃক্ততা ইস্যুতে মাঠে থাকতে নেয়া হয়েছে সিরিজ কর্মসূচি। অসুস্থ না হলে কেন্দ্রীয় নেতাদের মাঠে থাকতে হবে। দ্বাদশ নির্বাচনে আগে মাঠের সক্রিয়তার মাধ্যমে নেতাদের ভাগ্য নির্ধারণ হবে বলে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে। বিশেষ যোগ্যতা আর দলে কাউকে গুরুত্বপূর্ণ স্থান দেয়া হবে না। মাঠের কর্মসূচিতে ভূমিকার মাধ্যমে দলের সম্মানের চেরাগ তুলে দেয়া হবে।
এমন নির্দেশনায় হঠাৎ ঢাকা কর্মসূচিতে বিস্ময়কর উপস্থিতি বেড়েছে। কেন্দ্রীয় নেতারাও সবাই মাঠে নেমে গেছেন। চলছে একের পর ইস্যু নিয়ে সিরিজ কর্মসূচি। বিএনপির সভা-সমাবেশে উপস্থিতিতে জনস্রোতও দেখা যাচ্ছে। পুলিশ ও ক্ষমতাসীনদের সাথে সংঘর্ষ করে ব্যারিকেড ও ১৪৪ ধারা ভঙ্গের ঘটনাও ঘটেছে।
সম্প্রতি ফেনী শহরে পুলিশের উপস্থিতিতে ১৪৪ ধারা ভঙ্গ করে কর্মসূচি পালনের পর আরেকটি ১৪৪ ধারা ভঙ্গ করে কক্সবাজারেও সমাবেশ করেছে বিএনপি। এখন দ্রব্যমূল্য ইস্যুতে প্রতিদিনই বিএনপি বিভিন্ন কর্মসূচি পালন করছে। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষও হয়েছে।বিস্তারিত