ইউক্রেনের রাজধানী  কিয়েভে হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী

ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী

ইউক্রেনের রাজধানী কিয়েভে আজ সকালে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় কয়েকটি আবাসিক ভবনে আগুন ধরে যায়। বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।

শহরের জরুরি পরিষেবাগুলো বলছে, শেভচেঙ্কো জেলার একটি ১২তলা আবাসিক ভবনে সকাল ৬টার দিকে রাশিয়ার গোলা আঘাত হানে। এতে ওই ভবন ছাড়াও পাশের একটি নয়তলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই হামলায় দুজন আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আর ভবন থেকে ৩৫ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। সকাল ৭টা ৪৫ মিনিটে ভবনের আগুন নিভে যায়। এরপর জীবিতদের সন্ধানে কাজ শুরু করে উদ্ধারকারীরা।

জীবিতদের সন্ধানে কাজ করছে উদ্ধারকারীরা। ছবি: রয়টার্সসামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়া ভিডিওগুলোতে দেখা যায়, ভবন থেকে বাতাসে ধোঁয়ার বড় কুণ্ডলী উড়ছে। ইউক্রেনের কর্মকর্তারা সতর্ক করে বলছেন যে, এটি রাজধানীর জন্য একটি ‘কঠিন এবং বিপজ্জনক’ মুহূর্ত।

এদিকে দুই দিনের কারফিউর মধ্যে বাংকার, ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্র ও নিজেদের বাড়িতেই আশ্রয় নিচ্ছেন শহরের বাসিন্দারা।

আন্তর্জাতিক