ঢাকা-সিলেট মহাসড়কের ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ নিহত ৩

ঢাকা-সিলেট মহাসড়কের ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ নিহত ৩

 

মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি

ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর পৌর শহরে ট্রাক ও টমটমের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

শনিবার সকাল ৮টার দিকে মাধবপুর ফায়ার সার্ভিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার বারচান্দুরা গ্রামের নফল উদ্দিনের ছেলে মফিজুল ইসলাম (২৮) একই উপজেলার মুরাদপুর গ্রামের মালেক মিয়ার ছেলে আমসু মিয়া (৩৫) ও পূর্ব মাধবপুর গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে টমটম চালক সামাদ মিয়া (৩০) ।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক সমকালকে জানান, সিলেটগামী ট্রাক ও টমটমের মুখোমুখি সংঘর্ষে মফিজুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় সামাদ মিয়া ও আমসু মিয়াকে সিলেটের ওসমানী মেডিকেলে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আব্দুর রাজ্জাক বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক ও টমটম জব্দ করা হয়েছে।

সারাদেশ