ইউক্রেনে সামরিক অভিযান বন্ধে রাশিয়ার প্রতি শান্তি আলোচনার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যথায় রাশিয়ার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে কয়েক প্রজন্ম লেগে যাবে বলে হুঁশিয়ারী দেন তিনি। স্থানীয় সময় আজ শনিবার এক ভিডিও বার্তায় এসব কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। খবর রয়টার্স ও বিবিসি।
ভিডিও বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। পুতিনকে উদ্দেশ্য করে ভিডিওতে তিনি বলেন, এখনই সাক্ষাতের সময়, কথা বলার সময়। আমি চাই আমার এ কথা যেন সবার কাছে পৌঁছে যায়, বিশেষ করে মস্কোতে।
রাশিয়ার সেনাদের বিরুদ্ধে মানবিক বিপর্যয় তৈরির অভিযোগ করে তিনি বলেন, বন্দর শহর মারিওপোল অবরোধ করে সেখানের বাসিন্দাদের কাছে জরুরি পণ্য সরবরাহে বাধা দেয়া হচ্ছে। এছাড়া আবাসিক এলাকায় গোলাবর্ষণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন জেলেনস্কি।
তিনি আরো অভিযোগ করে বলেন, মস্কো তার সেনাদের সবকিছু করার নির্দেশ দিয়েছে। তাই ইউক্রেনের শহরগুলোতে মানবিক বিপর্যয় নেমে এসেছে। এ ধরনের কর্মকাণ্ড যুদ্ধাপরাধ বলেও উল্লেখ করেন তিনি।
জেলেনস্কি বলেন, ইউক্রেনের জন্য আঞ্চলিক অখণ্ডতা ও ন্যায়বিচার পুনরুদ্ধারের সময় এসেছে। অন্যথায়, রাশিয়ার এমন ক্ষতি হবে, যা পুনরুদ্ধার করতে তাদের কয়েক প্রজন্ম সময় লাগবে।
এদিকে স্থানীয় সময় আজ শনিবার ভোরে কিয়েভ, চেরনিহিভ ও জাইটোমির অঞ্চলে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। কিন্তু তাৎক্ষণিকভাবে নতুন হামলার কোনো খবর পাওয়া যায়নি।
রাশিয়ার সীমান্তবর্তী লুহানস্কের পূর্বাঞ্চলের গভর্নর জানিয়েছেন, আজ সকালে একটি যুদ্ধবিরতি হবে। বেসামরিক লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে একটি মানবিক করিডোর খোলা হবে বলে জানান তিনি। লুহানস্কে ইউক্রেনের প্রশাসনের প্রধান গাইদাই বলেছেন, যুদ্ধ শুরুর পর থেকে এ অঞ্চলে ৫৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।