বঙ্গোপসাগরে সিমেন্ট ক্লিঙ্কারবাহী জাহাজডুবি, নিখোঁজ ৭

বঙ্গোপসাগরে সিমেন্ট ক্লিঙ্কারবাহী জাহাজডুবি, নিখোঁজ ৭

নিজস্ব প্রতিবেদক

বন্দরের বহির্নোঙ্গরের আলফা অ্যাংকারেজে পারকি সমুদ্র সৈকতের অদূরে ১ হাজার ৪০০ টন সিমেন্টবোঝাই একটি জাহাজ ডুবে গেছে। আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন জাহাজটির নাম এমভি টিটু-১৪। এ ঘটনার পর জাহাজের ৬ জন নাবিক-শ্রমিককে উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ রয়েছেন সাতজন। আজ শনিবার ভোররাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। তাঁদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে বন্দর ও কোস্টগার্ড ।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বণিক বার্তাকে বলেন, ‘জাহাজটি সিমেন্ট ক্লিঙ্কারবোঝাই অবস্থায় আলফা অ্যাংকারেজের কাছাকাছি অপেক্ষামাণ ছিলো । প্রাথমিকভাবে জানা গিয়েছে এটি অপর একটি ড্রেজারের সাথে ধাক্কা লেগেছিলো । এ ঘটনায় ছয়জনকে উদ্ধার করা গেলেও সাতজন এখনো নিখোঁজ রয়েছে । বন্দর কর্তৃপক্ষ ও কোস্টগার্ড নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে ।

সারাদেশ