সুন্দরবন গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের দুই চুলার গ্রাহকের গ্যাসের দাম ১০৫ টাকা বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
আজ মঙ্গলবার রাজধানীর বিয়াম অডিটরিয়ামে সুন্দরবন গ্যাস কোম্পানির গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের উপর গণশুনানি হয়। শুনানিতে সুপারিশ করে কারিগরি মূল্যায়ন কমিটি।
কমিশনের কারিগরি কমিটি মূল্যবৃদ্ধির প্রস্তাবের গণশুনানিতে বলেছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচ জেলার গ্রাহকদের দুই চুলার গ্যাসের দাম ৯৭৫ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৮০ টাকা এবং এক চুলার গ্যাসের দাম ৯২৫ টাকা থেকে বাড়িয়ে ৯৯০ টাকা করা যেতে পারে। এতে দেখা গেছে, দুই চুলার গ্রাহকের জন্য অতিরিক্ত ১০৫ টাকা প্রস্তাব করা হয়েছে। আর এক চুলার গ্রাহকের জন্য ৭০ টাকা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।
গণশুনানিতে বাংলাদেশ এনাজি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে গ্যাসের দাম ১১৭ শতাংশ বৃদ্ধির প্রস্তাব বাস্তব সম্মত নয়। দুর্বল তথ্যের উপর ভিত্তি করে কোনো রেজাল্ট দেয়া হবে না বলে তিনি মন্তব্য করেন।
বিইআরসি চেয়ারম্যান আরো বলেন, সবার আগে জনগণ। জনগণ যদি না থাকে তাহলে আমাদের অস্তিত্ব থাকে না। দাম বৃদ্ধির পরে সামাজিক কী প্রভাব পড়বে; সেটি দাম বৃদ্ধির আবেদনের সঙ্গে থাকা উচিত ছিল। কিন্তু কোম্পানিগুলো সেই বিষয়টি এড়িয়ে গেছে।
শুনানিতে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য মকবুল ই ইলাহী চৌধুরী, বজলুর রহমান ও মোহাম্মদ আবু ফারুক প্রমুখ।