ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’। এই ঘূর্ণিঝড় মিয়ানমার ও বাংলাদেশের দক্ষিণ উপকূলে আঘাত হানতে পারে। এ সময় বাতাসের গতিবেগ হতে পারে ঘন্টায় ৭৫ কিলোমিটার।
ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে এই ঘূর্ণিঝড়টির আঘাত হানার কথা ছিল আন্দামান দ্বীপপুঞ্জে। কিন্তু সেখানে তা আঘাত হানবে না। দিক পরিবর্তন করে তা মিয়ানমার ও বাংলাদেশের দক্ষিণ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন আইএমডির মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র। প্রথমেই আবহাওয়ায় গভীর নিম্নচাপ এবং পরে সোমবার তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কথা।
বঙ্গোপসাগরে কয়েকদিন ধরেই নিম্নচাপ দেখা দিয়েছে।
তা সোমবার আঘাত হানার কথা। এদিন আন্দামানে বাতাসের গতিবেগ ঘন্টায় ৬৫ কিলোমিটার থেকে ৭৫ কিলোমিটারের মধ্যে। রাতে গতি বাড়তে পারে। এ খবর দিয়েছে ভারতের অনলাইন ডিএনএ।