সাতক্ষীরার কলারোয়া থেকে একটি ওয়ান শুটাগানসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৬ এর সদস্যরা। শনিবার রাতে কলারোয়া উপজেলা আলাইপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম হাবিবুর রহমান (৩৮)। তিনি কলারোয়া পৌরসভার ঝিকরা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র।
র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক আহমেদ জানান, কলারোয়া উপজেলার আলাইপুর গ্রামে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা রাতে সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে একটি দেশীয় ওয়ান শুটাগানসহ অস্ত্র ব্যবসায়ী হাবিবুর রহমানকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে কলারোয়া থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।