আজকের দিনটা ভালোই শুরু করেছিলেন মুশফিকুর রহিম ও ইয়াসির রাব্বি। কিন্তু ফিফটির আগে ইয়াসির ও ফিফটির পরে মুশফিক ফিরতেই ২১৭ রানে থেমে যায় টাইগারদের প্রথম ইনিংস। মুমিনুলরা ফলোঅনে পড়লেও তা করাননি স্বাগতিক অধিনায়ক ফাফ ডু প্লেসি।
পোর্ট এলিজাবেথ টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার থেকে ২৩৬ রানে পিছিয়ে আছে। এর আগে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৪৫৩ রানে অলআউট হয়। উইকেটে স্পিন টার্ন করায় চতুর্থ ইনিংসে ব্যাটিং না করার সিদ্ধান্ত নিয়েছে প্রোটিয়ারা।
স্বাগতিকদের বড় রানের জবাবে বাংলাদেশ দ্বিতীয় দিন ৫ উইকেটে ১৩৯ রান তোলে। তামিম ইকবাল সেট হয়ে ৪৭ এবং নাজমুল শান্ত ৩৩ রান করে ফিরতেই ঝুরঝুর করে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ।
এর আগে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস খেলেন কেশব মহারাজ। অধিনায়ক ডিন এলগার খেলেন দ্বিতীয় সেরা ৭০ রানের ইনিংস। তিনে নামা কেগান পিটারসন ৬৪ ও চারে নামা টেম্বা বাভুমা করেন ৬৭ রান। এ ছাড়া রান পেয়েছেন ওপনার সারেল আরউই (২৪), ছয়ে নামা কাইল ভেরাইনে (২২), সাতে নামা ওয়ান মুলদার (৩৩) ও নয়ে নামা সিমন হারমার (২৯)।
প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে ৬ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। পেসার খালেদ আহমেদ নেন ৩ উইকেট। দক্ষিণ আফ্রিকার হয়ে স্পিনার সিমন হারমার ৩টি এবং কেশব মহারাজ ২ উইকেট নিয়েছেন। পেস আক্রমণে ওয়ান মুলদার ৩টি এবং ডুয়াইন অলিভিয়ের নিয়েছেন ২ উইকেট।