পানি-বাতাস-শব্দদূষণ  অস্বাস্থ্যকর ঢাকায় ভয়াবহ হুমকিতে জনস্বাস্থ্য

পানি-বাতাস-শব্দদূষণ অস্বাস্থ্যকর ঢাকায় ভয়াবহ হুমকিতে জনস্বাস্থ্য

গড়ে তোলা হচ্ছে একের পর এক অবকাঠামো। আশা একদিন উন্নত বিশ্বের শহরগুলোর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে মেগা সিটি ঢাকা। যদিও মৌলিক নাগরিক সুযোগ-সুবিধাই নিশ্চিত করা যায়নি এখনো। যাপিত জীবন অস্বাস্থ্যকর। শ্বাস রুদ্ধ হয়ে আসে যানজট-মশা-ধোঁয়া-ধুলায়। ঢাকার সংকট-সমস্যা নিয়ে ধারাবাহিক প্রতিবেদন। শেষ পর্ব

ঢাকার জনসংখ্যা ধারণক্ষমতা ছাড়িয়েছে অনেক আগেই। রাজধানীমুখী মানুষের এ চাপ প্রতিনিয়তই বাড়ছে। মেগাসিটি ঢাকা পিছিয়ে নেই দূষণেও। বাতাস ও শব্দদূষণে বিশ্বের শীর্ষ নগরের তালিকায় নিয়মিতই দেখা যাচ্ছে ঢাকার নাম। দূষণ ছড়িয়েছে নগরীর জলাধার, নদ-নদীতেও। পরিবেশদূষণে অস্বাস্থ্যকর হয়ে ওঠা ঢাকার জনস্বাস্থ্য ভয়াবহ হুমকিতে পড়েছে।

প্রায় আড়াই কোটি মানুষের এ শহরে নিশ্চিত করা যায়নি পয়োনিষ্কাশন, নির্মল বায়ু, বিশুদ্ধ পানীয় জল, বর্জ্য ব্যবস্থাপনা ও অবকাঠামোগত প্রাথমিক ও অপরিহার্য স্বাস্থ্যসেবা। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। নির্মিত হচ্ছে বিশেষায়িত হাসপাতালও। স্বাস্থ্যসেবায় নিয়োজিত লোকবলের সংখ্যাও বেশি। রোগাক্রান্তদের জন্য সেবার অবকাঠামো থাকলেও রোগ প্রতিরোধ ও জনস্বাস্থ্যের বিষয়গুলো পরিকল্পিতভাবে সাজানো হয়নি।বিস্তারিত

শীর্ষ সংবাদ