ঈদুল ফিতরকে সামনে রেখেই ব্যস্ত ফুটপাতের (হকার) ব্যবসায়ীরা। হকারদের ঈদ ব্যস্ততা পুঁজি করে চাঁদার পরিমাণ বাড়ানো ও রাস্তার ওপর নতুন দোকান স্থাপন নিয়ে তৎপর স্থানীয় প্রভাবশালী চাঁদাবাজরা। রাজধানীর গুরুত্বপূর্ণ সব স্থানে শুরু হয়েছে চাঁদাবাজির মচ্ছব।
খোঁজ নিয়ে জানা গেছে, গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউ, খদ্দর মার্কেট, বায়তুল মোকাররম মসজিদ মার্কেট, স্টেডিয়াম মার্কেটসহ বেশ কয়েকটি জায়গায় ঈদুল ফিতর ঘিরে বাড়ানো হয়েছে চাঁদার পরিমাণ। পুরোনো হকারদের পাশাপাশি এক থেকে তিন মাসের নতুন চুক্তিতেও বসানো হচ্ছে নতুন হকার। এসব হকারদের থেকে প্রতি ৪৫ ইঞ্চি জায়গা বাবদ নেয়া হচ্ছে ছয় হাজার থেকে আট হাজার টাকা। জায়গা বিশেষ এই চাঁদার পরিমাণ আরও বেশি।
এছাড়া প্রতি ৪৫ ইঞ্চির দোকানে বিদ্যুৎ ব্যবহার বাবদ প্রতি মাসে ৯০০ টাকা, খাজনার নাম করে ৯০০ টাকা, লাইন ম্যানকে ১২শ টাকা এবং পুলিশের দুর্নীতিবাজ বিপথগামীদের মাস প্রতি তিন হাজার টাকা করে চাঁদা দিতে হচ্ছে। এছাড়া নতুন দোকান নিতে এককালীন ৮০ হাজার থেকে এক লাখ টাকা অবধি গুনতে হচ্ছে।বিস্তারিত