রাজধানীর উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা এক নারীসহ তিন আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী এনামুল, হনুফা ও অনিক (১৮)।
আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভোর সাড়ে ৫ টার দিকে উত্তরা পশ্চিম থানার রবীন্দ্র সরণি রোডের আমির কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।
ডিএমপি’র উত্তরা বিভাগের উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো. আখতারুজ্জামান ইলিয়াস এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টার দিকে উত্তরা পশ্চিম থানার রবীন্দ্র সরণি রোডের আমির কমপ্লেক্সের সামনে দ্রুতগতিতে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী হনুফা নাম এক নারী ও এনামুল মারা যান। এদের সঙ্গে থাকা অনিক (১৮) নামে একজনকে পুলিশ গুরুতর আহত অবস্থায় উদ্বার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে আজ সকাল ৮ টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অনিক মারা যান।
পুলিশের এ কর্মকর্তা আরও জানান, নিহতরা একে অপরের আত্মীয় কিনা তাদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো, বাচ্চু মিয়া জানান, উত্তরায় সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিন জন মারা গেছেন। তাদের মধ্যে অনিক আজ সকাল ৭ টা ৫০ মিনিটের সময় ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী এনামুল, হনুফা মারা গেছে।
উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো, মোজাম্মেল অনিককে হাসপাতালে নিয়ে আসেন।