ঐচ্ছিক তহবিল থেকে অসহায় মানুষের নামে বরাদ্দ দেওয়া দুই হাজার টাকাও আত্মসাতের অভিযোগ উঠেছে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজীর বিরুদ্ধে। দৈনিক আমাদের সময়ের অনুসন্ধানে দেখা গেছে, জাতীয় পার্টি থেকে নির্বাচিত এই সংসদ সদস্যের অনুকূলে ঐচ্ছিক তহবিলে বরাদ্দ হওয়া টাকা তিনি বেশির ভাগই আত্মসাৎ করেছেন। এমনকি নিজের ব্যক্তিগত সহকারীর (পিও) নামেও বেশ কয়েকবার পাঁচ ও দশ হাজার টাকা উত্তোলন করেছেন তিনি। সেই টাকার বিষয়ে জানেন না তার ব্যক্তিগত কর্মকর্তাও।
বৃষ্টির পানি সংরক্ষণের জন্য সরকারিভাবে দেওয়া পানির ট্যাংক বিতরণেও ঘটেছে অনিয়মের ঘটনা। সরকারিভাবে দেড় হাজার টাকার বিনিময়ে দেওয়ার কথা থাকলেও প্রতিটি ট্যাংক বাবদ নেওয়া হয়েছে পাঁচ থেকে আট হাজার টাকা। নিজের শ্বশুরবাড়িতে দিয়েছেন প্রয়োজনের চেয়ে বেশি পানির ট্যাংক।
২০১৪-১৫ অর্থবছর থেকে ২০২০-২১ সাল পর্যন্ত ডা. রুস্তম আলী ফরাজীর ঐচ্ছিক তহবিলে বরাদ্দকৃত টাকা বণ্টনের তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, নিজের আত্মীয়-স্বজন, তুলনামূলক সচ্ছল, নিজের প্রতিষ্ঠিত কলেজের শিক্ষক, ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারীর নামে টাকা উত্তোলন করেছেন। তবে বেশির ভাগ ক্ষেত্রেই এসব টাকা আত্মসাৎ করেছেন নিজেই। অনেকে জানেনই না যে তাদের নামে ঐচ্ছিক তহবিল থেকে টাকা বরাদ্দ হয়েছিল।বিস্তারিত