কভিড-১৯’র কারণে গত দুই বছরের ঈদ উদযাপনে মানুষ খুব একটা ঘর থেকে বের না হলেও এবার বের হওয়ার সুযোগ পাচ্ছেন। পরিকল্পনা করে রেখেছেন কে কোথায় ঘুরতে যাবেন। তবে ঈদের দিনে দেশের আবহাওয়া কেমন হবে তা জানিয়েছে আবহাওয়ার অধিদফতর। পূর্বাভাসে বলা হয়েছে, এবারের ঈদের দিন দেশের সবকটি বিভাগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম।
তিনি বণিক বার্তাকে জানিয়েছেন, ঈদুল ফিতরের দিন ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের বেশিরভাগ জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বজ্রপাত ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আগমী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে, দেশের সব বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বর্জপাত ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ সময়ে সিলেট ও ময়মনসিংহ বিভাগের নদীগুলো ছাড়া দেশের অন্য নদীসমূহে কোনো সতর্ক সংকেত দেখাতে হবেনা।
গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চাঁদপুরে ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে ৩৮ মিলিমিটার। এছাড়া আগামী দুইদিনে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতর।