শনিবার (৩০ এপ্রিল) সৌদি আরবের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই সোমবার (২ এপ্রিল) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
সৌদি আরবে শনিবার ছিল ২৯ রমজান। চাঁদ দেখা না যাওয়ায় সে দেশে রোববার ৩০ রমজান পূর্ণ হবে।
সৌদি গ্যাজেট জানায়, শনিবার তামির অবজারভেটরি কিংবা হাউতাত সুদাইর শহরের মাজমাহ ইউনিভার্সিটির অবজারভেটরি থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।
সে হিসেবে দেশটিতে রমজান মাসের শেষ দিন হবে রোববার এবং শাওয়াল মাসের প্রথম দিন সোমবার ঈদুল ফিতর উদযাপন করা হবে বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।
রমজান মাসের শেষে চাঁদ দেখা সাপেক্ষে শাওয়াল মাসের প্রথম দিন ঈদ উদযাপন করে মুসলিম বিশ্ব। সৌদি আরবে ঈদের সঙ্গে মিল রেখে বাংলাদেশের অনেক অঞ্চলে ঈদ উদযাপন করা হয়।
সাধারণত সেখানে ঈদের পরদিন বাংলাদেশে ঈদ উদযাপন করা হয়ে থাকে।
এবার সৌদি আরবে রোজা শুরু হয় ২ এপ্রিল এবং বাংলাদেশে এর পরদিন থেকে মুসলমানরা রোজা রাখা শুরু করেন।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব ছাড়াও এখন পর্যন্ত সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া এবং ফ্রান্স সোমবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে।
এর আগে শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছিল আবুধাবিভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি)।