ঢাকামুখী যাত্রীদের ভিড়, নির্ধারিত সময়ের আগেই ছেড়েছে লঞ্চ

ঢাকামুখী যাত্রীদের ভিড়, নির্ধারিত সময়ের আগেই ছেড়েছে লঞ্চ

ঈদের পর দেশের প্রধান বানিজ্যিক নৌপথ বরিশাল-ঢাকা রুটে ঢাকামুখী যাত্রীদের ভিড় উপচে পড়েছে। আজ শুক্রবার বরিশাল নদী বন্দর ছিল কানায় কানায় পূর্ণ। আর যাত্রী চাপের এই সুযোগে লঞ্চগুলোর বিরুদ্ধে ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সাথে কেবিন কালোবাজারির অভিযোগও করেছেন সাধারণ যাত্রীরা।

অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের অভিযোগে পারাবাত কোম্পানির একটি লঞ্চকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

সন্ধ্যার পর বরিশাল বন্দরে থাকা ১১টি লঞ্চের সবগুলোই যাত্রী টইটুম্বুর হয়ে যায়। অবস্থা বেগতিক দেখে সন্ধ্যার ৭ টার আগে ২টি এবং এর পরপরই পর্যায়ক্রমে অন্য ৯টি লঞ্চকে ঘাট ছাড়তে বাধ্য করে প্রশাসন।
এমভি সুন্দরবন-১০ লঞ্চের মাস্টার মজিবর রহমান বলেন, ‘নদী বন্দরে প্রশাসনের মধ্যে কোন সমন্বয় নেই। বন্দর কর্তৃপক্ষ মাইকিং করে প্রতিটি লঞ্চকে টার্মিনাল ত্যাগ করার নির্দিষ্ট সময় বেঁধে দিতে পারতো।’

বরিশাল বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক (বন্দর ও পরিবহন) মোস্তাফিজুর রহমান জানান, অতিরিক্ত যাত্রী হওয়ার আশঙ্কায় কয়েকটি লঞ্চ নির্ধারিত সময়ের আগে বন্দর ত্যাগ করানো হয়েছে। পূর্ব প্রস্তুতি অনুযায়ী অন্য লঞ্চ ও সুষ্ঠু-সুন্দরভাবে টার্মিনাল ত্যাগ করানো হয়েছে।

সারাদেশ