ভোজ্যতেল আমদানিকারকরা ক্রেতাদের রীতিমতো জিম্মি করে সয়াবিনসহ অন্যান্য ভোজ্য তেলের দাম বাড়িয়ে নিয়েছেন বলে অভিযোগ। দাম বাড়ানোর পরও কিন্তু বাজারে তেল মিলছে না!
তারা আন্তর্জাতিক বাজারের দোহাই দিলেও এখন যে তেলের দাম বাড়ানো হয়েছে তা দুই তিন-চার মাস আগে আমদানি করা। এখন যে দাম সেই দামের তেল বাংলাদেশে আসতে আরও তিন-চার মাস লাগবে। এই বিষয়ে প্রশ্ন করলে সিটি গ্রুপের একজন কর্মকর্তা বেশ উত্তেজিত হয়ে পড়েন।
বাংলাদেশে ভোজ্য তেল, বিশেষ করে সয়াবিন আমদানি করে ছয়-সাত জন আমদানিকারক। ফলে পুরো ব্যবসা তাদের নিয়ন্ত্রণে। পুরান ঢাকার মৌলভী বাজারের সয়াবিন তেলের ডিলার (পাইকারি বিক্রেতা) গোলাম মাওলা বলেন, ‘রোজার মাঝামাঝি থেকেই আমদানিকারকরা মিল থেকে সয়াবিন তেল সরবরাহ বন্ধ করে দেয়। তখন থেকেই খুচরা বাজারে সয়াবিন তেলের সংকট তৈরি হয়। আমার জানা মতে, দেশে তেলের পর্যাপ্ত মজুত থাকার পরও তারা দাম বাড়ানোর জন্য চাপ দিতে সরবরাহ বন্ধ করে দেয়। এখন দাম বাড়ানোর পরও সরবরাহ শুরু হয়নি। দুই-একদিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে বলে তারা জানিয়েছেন।’বিস্তারিত