নির্বাচনের কৌশল নির্ধারণে আওয়ামী লীগ, বৃহত্তর ঐক্যের চেষ্টা বিএনপির

নির্বাচনের কৌশল নির্ধারণে আওয়ামী লীগ, বৃহত্তর ঐক্যের চেষ্টা বিএনপির

আসছে জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের রাজনৈতিক কৌশল নির্ধারণে কাজ শুরু করেছে শাসক দল আওয়ামী লীগ। আর বিএনপি কাজ করছে বৃহত্তর ঐক্য গঠন নিয়ে। এদিকে জাতীয় পার্টিও পিছিয়ে নেই। আপাতত কোনো জেটে যেতে চায় না দলটি বরং আগামী নির্বাচনে নিজেদের রাজনৈতিক শক্তি দেখানোর কথাই ভাবছে।

ঘরে-বাইরে নজর আওয়ামী লীগের

আগামী নির্বাচনকে সামনে রেখে শনিবার বিকেলে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা বসে। বৈঠক শুরুর আগে দলটির তিন জন সাংগঠনিক সম্পাদকের সঙ্গে কথা বলে স্পষ্ট হওয়া গেছে যে, আওয়ামী লীগ আশা করছে তাদের অন্যতম রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে।

তবে বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে সেক্ষেত্রে কীভাবে নির্বাচন করা হবে তাও তারা এখনই ঠিক করে রাখতে চায়। আওয়ামী লীগের পরিকল্পনা হলো কেউ নির্বাচনে না এলেও যথা সময়ে নির্বাচনের আয়োজন করা এবং কেউ নির্বাচন প্রতিহত করতে চাইলে তা মোকাবিলা করা।বিস্তারিত

রাজনীতি