আওয়ামী লীগের  তিন সহযোগী  সংগঠনকে সম্মেলন প্রস্তুতির নির্দেশ

আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনকে সম্মেলন প্রস্তুতির নির্দেশ

মেয়াদোত্তীর্ণ তিন সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, যুব মহিলা লীগ এবং মহিলা লীগকে সম্মেলনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাদের সঙ্গে তিনটি সংগঠনের নেতারা এ বিষয়ে সমন্বয় করে দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশ ক্রমে সম্মেলন আয়োজন করতে বলেছেন তিনি।

মঙ্গলবার (১০ মে) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর ও সহযোগী সংগঠনের নেতাদের এক যৌথ সভায় এ নির্দেশনা দিয়েছেন ওবায়দুল কাদের বলে বৈঠক সূত্রে জানা গেছে।

রাজনীতি