নিজস্ব প্রতিবেদক: পাকিজা গ্রুপের পরিচালক ও আইন উপদেষ্টা এএফএম মোরশেদ আলমের প্রায় সাড়ে তিন কোটি টাকার অবৈধ সম্পদ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ সংস্থাটির সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে গতকাল মামলাটি (নম্বর-০২) দায়ের করেন। উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, এএফএম মোরশেদ আলম ২০০৬ সালের ১৮ মে থেকে ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত চার কোটি ২৫ লাখ ৯৪ হাজার ৬৪০ টাকার স্থাবর সম্পদ এবং এক কোটি ২০ লাখ ৪৮ হাজার ৫৮৩ টাকাসহ পাঁচ কোটি ৪৬ লাখ ৪৩ হাজার ২২৩ টাকার সম্পদ অর্জন করেন। ওই সম্পদের বিপরীতে এক কোটি ৩৯ লাখ ২১ টাকার ঋণ রয়েছে। ঋণ বাদে তার নিট সম্পদের পরিমাণ দাঁড়ায় চার কোটি সাত লাখ ২৩ হাজার টাকা।
সূত্র আরও জানায়, তিনি ২০১৪-১৫ সাল থেকে ২০১৯-২০ করবর্ষ পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করেছেন। আয়কর অনুযায়ী ৮০ লাখ ৫৫ হাজার ৪১ টাকার বৈধ আয়ের উৎস পাওয়া গেছে। ওই বৈধ আয় বাদ দিলে মোরশেদের তিন কোটি ২৬ লাখ ৬৭ হাজার ৯৮২ টাকা অর্জনের বৈধ উৎস পায়নি দুদকের অনুসন্ধান টিম। যে কারণে দুর্নীতি দমন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলাটি দায়ের করা হয়।