বাংলাদেশে আর্থিক খাতে আলোচিত প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তারের পর তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে পি কে হালদারকে শনিবার (১৫ মে) দুপুরের দিকে গ্রেপ্তার করে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এরপর আদালতে রিমান্ডের আবেদন করা হলে তা মঞ্জুর করা হয়।