নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর পবা উপজেলায় মাটিবাহী ট্রাক্টর ও দুই মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আজ রোববার সকালে রাজশাহী-নওগাঁ মহাসড়কের আমান কোল্ড স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে। পবা থানার এসআই জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
নওহাটা ফায়ার স্টেশনের ওয়ার হাউস ইন্সপেক্টর আতাউর রহমান জানান, সকাল সাড়ে ১০টার দিকে ট্রাক্টরের সঙ্গে দুটি মোটরসাইকেলের সংর্ঘষ হয়। এতে একটি মোটরসাইকেলের আরোহী আব্দুল মান্নান (৪৮) ঘটনাস্থলেই প্রাণ হারান। আরেকটি মোটরসাইকেলে স্ত্রী ও কন্যাসন্তান নিয়ে আরেক ব্যক্তি ছিলেন। দুর্ঘটনায় তাদের শিশুকন্যা ঘটনাস্থলেই মারা যায়। আর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা যান শিশুটির মা। বাবা হাসপাতালে চিকিৎসাধীন।
এসআই জাহাঙ্গীর জানান, লাশ উদ্ধারের পর তারা এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিচ্ছেন।