কোথায় যায় পাচারের টাকা

কোথায় যায় পাচারের টাকা

টাকা পাচার সূচকের মানদণ্ডে ক্রমাগত ওপরের দিকে উঠছে বাংলাদেশ। দেশের টাকা বিভিন্ন উপায়ে অন্য দেশে পাঠিয়ে সে দেশের আর্থিক খাতকে শক্তিশালী করা হচ্ছে। অন্যদিকে দেশের আর্থিক খাত পিছিয়ে যাচ্ছে। দেশ থেকে পাচার হওয়া টাকার গন্তব্য মূলত ১১টি দেশ। এসব দেশে গত ৬ বছরে ৫ লাখ কোটি টাকারও বেশি পাচার হয়েছে বিভিন্ন তথ্যে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে মতে, বিশ্বের ৩টি দেশে পাচার হওয়া টাকার বড় অংশ যায়। এর মধ্যে রয়েছে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও কানাডা। আরও ৮টি দেশে বেশি পরিমাণে টাকা পাচার হয়। যেসব দেশে রাজনৈতিক সহিংসতা নেই, দুর্নীতি কম, করহার কম এবং কঠোর আইন পালন করা হয় সেসব দেশেই মূলত টাকা যায়।
টাকা পাচারকারীদের প্রিয় গন্তব্য এশিয়ার দেশ সিঙ্গাপুর। দেশটি এশিয়ার টাইগার বলেও বিবেচিত হয় তাদের ব্যবসা-বাণিজ্যের অগ্রগতির জন্য। দেশটিতে বিশ্বের প্রায় সব বড় প্রতিষ্ঠানের অফিস রয়েছে। এ ছাড়া সিঙ্গাপুর সরকার ব্যবসার ক্ষেত্রে বড় ধরনের কর ছাড়সহ বিভিন্ন সুবিধা দিয়ে থাকে। এ কারণে দেশটি টাকা পাচারের বড় ক্ষেত্র হয়ে উঠেছে। বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকার ৩৩ শতাংশ এই একটি দেশেই যায় বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা। দেশের একটি বড় শিল্প গ্রুপ সিঙ্গাপুরে প্রায় ২ হাজার কোটি টাকা খরচ করে কিনেছে দুটি হোটেল।বিস্তারিত
অর্থ বাণিজ্য