বাজেট অধিবেশন বসবে ৫ জুন

বাজেট অধিবেশন বসবে ৫ জুন

জাতীয় সংসদের ১৮তম অধিবেশন তথা বাজেট অধিবেশন শুরু হবে। ‌ওই দিন বিকাল ৫টায় অধিবেশন শুরু হবে আগামী ৫ জুন (রবিবার)। ৯ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করবেন।

বুধবার (১৮ মে) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন। গত ৬ এপ্রিল একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন শেষ হয়।

বর্তমান সরকারের চতুর্থ বাজেট এটি। আগামী বছর যেহেতু জাতীয় সংসদ নির্বাচন তাই এবারের বাজেট সাধারণ মানুষের জন্য কিছু চমক থাকতে পারে বলে জানা গেছে।

আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদের চতুর্থ বাজেটটি বেশ বড়ই হচ্ছে। এ বাজেটের আকার হতে পারে ৬ লাখ ৭৭ হাজার কোটি টাকা।

জাতীয়