ভ্যাপসা গরম আরও কয়েকদিন

ভ্যাপসা গরম আরও কয়েকদিন

এরই মধ্যে চাঁদপুর, রাজশাহী, খুলনা ও যশোর জেলার ওিপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ।

আবহাওয়ার পূর্বাভাসে বলছে, হালকা বৃষ্টি হলেও বৃহস্পতিবার পর্যন্ত রাজধানী থাকবে ভ্যাপসা গরম।

রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় ১৮ (মে) বুধবার সকাল পর্যন্ত ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ভ্যাপসা গরমে প্রায় বিপর্যস্ত জন-জীবন। এরই মধ্যে সারাদেশে তাপমাত্রার পারদ ছাড়িয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। রাজধানীতেও তাপমাত্রা ছাড়িয়েছে ৩৫ ডিগ্রির ওপরে।

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র গরম অনুভূত হচ্ছে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরমের অনুভূতি বেশি বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। শরীরের পানির শুন্যতা মেটাতে অনেকেই পান করছে ডাবসহ নানা পানীয়।

রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় বুধবার সকাল পর্যন্ত ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে ঢাকাতে বৃষ্টির তেমন কোন সম্ভাবনা নেই। ফলে শিগগিরি কমছে না গরম। আর চাঁদপুরসহ দেশের পশ্চিমাঞ্চলের কয়েক জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ।

বৃহস্পতিবার (১৯ মে) পর্যন্ত আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন আসবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ফলে দিন ও রাতের তাপমাত্রাও থাকবে প্রায় অপরিবর্তিত।

জাতীয়