নিজস্ব প্রতিবেদক
রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক বিজয় সরণিতে একটি কাভার্ড ভ্যান উল্টে ছয় ঘণ্টা রাস্তায় পড়ে ছিল। বুধবার দিবাগত ভোররাত সাড়ে ৩টার দিকে ঘটনাটি ঘটলেও কাভার্ড ভ্যানটি সরানো হয় গতকাল সকাল সাড়ে ৯টার দিকে। এর ফলে গোটা শহর যানজটে অচল হয়ে যায়। এই যানজট চলে গতকাল গভীর রাত পর্যন্ত। প্রচণ্ড গরম আর যানজটে নগরবাসী দুর্বিষহ অবস্থায় পড়েন। যানবাহনে বসে থেকে মানুষকে কষ্ট পেতে হয়। আবার যানবাহন না পেয়েও অনেক ভোগান্তিতে পড়েন।
অনেকেই পায়ে হেঁটেই গন্তব্যে রওনা দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশেই বিজয় সরণিতে কাভার্ড ভ্যানটি উল্টে গেলেও তা সরাতে এত সময় লেগে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন পথচারী, স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রী ও অফিসগামীরা। উত্তরা, বনানী, গুলশান, মহাখালী, আগারগাঁও, বিজয় সরণি, মিরপুর, বাংলামোটর, তেজগাঁও, শাহবাগ, নিউমার্কেট সড়কে যানবাহন প্রায় স্থবির হয়ে পড়ে। সবচেয়ে বেশি অচল হয়ে পড়ে গুলশান এলাকা। উত্তরা দিয়াবাড়ী থেকে সেগুনবাগিচাগামী ইমরান নামে এক বাইক আরোহী জানান, সকাল ১০টায় দিয়াবাড়ী থেকে বাইক নিয়ে সেগুনবাগিচা রওনা দেন তিনি। তীব্র গরমের পাশাপাশি অসহনীয় যানজটে অনেকটা অসুস্থ হয়ে পড়েন। দুই ঘণ্টা পর বেলা ১২টার দিকে সেগুনবাগিচা পৌঁছান। বিশ্বরোড থেকে ফার্মগেটগামী এক যাত্রী বলেন, অফিস শুরু ৮টায়। বাসে করে মহাখালী ফ্লাইওভারে পৌঁছাতে আধা ঘণ্টার ওপরে লেগে যায়। এরপর সেখান থেকে আর কোনো গাড়ি নড়ে না। ফার্মগেট পৌঁছাতে দুই ঘণ্টা লেগে যায়। জানা গেছে, বিজয় সরণিতে কাভার্ড ভ্যান উল্টে যাওয়ার প্রভাবে শহরের অন্যান্য এলাকায়ও তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বিভিন্ন এলাকায় তীব্র যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকায় অসহনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে নগরবাসীকে। যথাসময়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর তাড়া থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন কর্মস্থলগামী মানুষ এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা। ঢাকার রাস্তায় ডিউটিরত কয়েকজন ট্রাফিক পুলিশ কর্মকর্তা বলেন, ‘ঢাকায় কয়েক দিন ধরে বৃষ্টি নেই। ইদানীং সকাল থেকেই সূর্যের তাপ বাড়ছে। বেলা বাড়তে থাকে, বাড়তে থাকে তাপমাত্রা। ফলে তীব্র রোদ ও ভ্যাপসা গরমে জনজীবনে হাঁসফাঁস। এর সঙ্গে যুক্ত হয়েছে যানজট। এটা ক্রমেই বাড়ছে। সামনে যানজট আরও বাড়তে পারে। তবে বরাবরের মতো যানজট নিয়ন্ত্রণে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিকের গুলশান বিভাগের মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আশফাক আহমেদ জানিয়েছেন, বিজয় সরণির দুর্ঘটনার কারণে যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনার কারণে দীর্ঘক্ষণ গাড়ি বন্ধ থাকার পর যান চলাচল শুরু হয়। একসঙ্গে সব গাড়ির চাপ পড়ায় সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। মহাখালী থেকে এই যানজট খিলক্ষেত পর্যন্ত ছড়িয়েছে।