বিএনপি ভোটে যাবে কি না, জানতে চায় বিদেশিরা

বিএনপি ভোটে যাবে কি না, জানতে চায় বিদেশিরা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে কি না, তা জানতে দেশের মানুষের যেমন আগ্রহ আছে; তেমনি কৌতূহলী বিদেশিরাও। বিএনপি ২০১৪ সালে ভোট বর্জন করেছিল। কিন্তু ২০১৮ সালের জাতীয় নির্বাচনে তারা অংশ নেয়। আসছে নির্বাচন নিয়ে দলটির অবস্থান কী—তা জানার আগ্রহ দেখাচ্ছেন বাংলাদেশে নিযুক্ত কয়েকটি দেশের কূটনীতিকরাও।

 

সম্প্রতি বিএনপির নীতিনির্ধারকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় অন্তত তিনটি দেশের রাষ্ট্রদূত, গুরুত্বপূর্ণ কূটনীতিকরা ঘুরেফিরে এ প্রশ্নটির উত্তর খুঁজেছেন।

kalerkanthoসম্প্রতি দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিএনপিসহ সব দলকে নিয়ে নির্বাচন করা হবে জানিয়ে সংগঠনকে প্রস্তুত করতে নেতাকর্মীদের নির্দেশনা দেন। তাঁর ওই বক্তব্যের আগে-পরে বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে কয়েকটি দেশের কূটনীতিকরা বৈঠক করেন। বিএনপি বরাবরের মতো তাঁদের বলেছে, নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে যাবে না তারা।বিস্তারিত

রাজনীতি