নিজস্ব প্রতিবেদক
পদ্মা সেতুর নাম চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার (২৯ মে) সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সেতু বিভাগের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন ‘পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প’-এর আওতায় মুন্সিগঞ্জ জেলার মাওয়া এবং শরীয়তপুর জেলার জাজিরা প্রান্ত সংযোগকারী পদ্মা নদীর ওপর নির্মিত সেতুটি সরকার ‘পদ্মা সেতু’ নামে নামকরণ করলো।
জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এর আগে মঙ্গলবার (২৪ মে) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করবেন।
গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বঙ্গবন্ধু পরিবারের কারো নামে নয়, শুধু পদ্মা নদীর নামে সেতুটির নামকরণ করা হবে। ২৫ জুন সকাল ১০টায় প্রধানমন্ত্রী সেতুটির উদ্বোধন করবেন।’
এদিকে সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, পদ্মা সেতু প্রকল্পের সংশোধিত ব্যয় ৩০লাখ ১৯৩ হাজার ৩৯ টাকা।