বিএনপি কেন হঠাৎ আন্দোলনমুখী! সরব হয়ে উঠছে দল ও অঙ্গসংগঠনগুলো। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেতা-কর্মীদের চাঙা করতে শক্ত অবস্থান নিয়েছে দলটি। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ মুক্তির বিষয়টিও সামনে আনা হচ্ছে ভোটের আগে। কৌশল বদল করেছে দলটি। ভোটের আগে তৈরি করা হচ্ছে দরকষাকষির নানা ইস্যু। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে নেতা-কর্মীদের সঙ্গে নিয়মিত কথা বলছেন। ছাত্রদল-যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছে। অন্য অঙ্গসংগঠনগুলোও সাংগঠনিকভাবে শক্তিশালী করা হচ্ছে। আগামী মাসের মধ্যেই দল ও অঙ্গসংগঠনের সর্বস্তরের কমিটি গঠন-পুনর্গঠনের কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন দলীয় হাইকমান্ড। আন্তর্জাতিক পর্যায়েও যোগাযোগ ও তৎপরতা বাড়ানো হয়েছে। এ অবস্থায় বিএনপির নেতা-কর্মীরা মনে করেন, আস্থা ও বিশ্বাসের সঙ্গে আছেন কেন্দ্রীয় নেতারা। রোজার ঈদের পর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দলের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা দেখা করেছেন। চেয়ারপারসন দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার বিষয়ে তাঁর পরিষ্কার মতামত ব্যক্ত করেছেন। একইভাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দলের দায়িত্বশীল নেতাদের সঙ্গে নিয়মিত কথা বলছেন। তিনি দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রগুলো নিশ্চিত করেছে এসব তথ্য।বিস্তারিত