বিদেশি ঋণ সহায়তায় বাংলাদেশের নতুন রেকর্ড

বিদেশি ঋণ সহায়তায় বাংলাদেশের নতুন রেকর্ড

চলতি অর্থবছরের ১০ মাসেই বিদেশি ঋণ সহায়তায় নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। (জুলাই-এপ্রিল) বিভিন্ন দাতা দেশ ও সংস্থার কাছ থেকে ৭ হাজার ৭০৮ মিলিয়ন ডলারের ঋণসহায়তা পেয়েছে বাংলাদেশ। প্রতি ডলার ৮৬ টাকা ৩৩ পয়সা হিসেবে টাকার অঙ্কে এই অর্থের পরিমাণ প্রায় ৬৮ হাজার ৬০০ কোটি টাকা। এর আগে ১০ মাসে এত বেশি বিদেশি ঋণসহায়তা কখনো আসেনি দেশে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ বিদেশি ঋণসহায়তার প্রতিশ্রুতি ও ছাড়ের হালনাগাদ তথ্যে এ চিত্র দেখা গেছে।

ইআরডি থেকে জানা গেছে, চলতি (২০২১-২২) অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে নতুন করে বাংলাদেশকে ৫৮৮ কোটি ৫৩ লাখ (৪.৮৪ বিলিয়ন) ডলারের প্রতিশ্রুতি দিয়েছে দাতারা। এ সময়ে ঋণ ছাড় করেছে ৭৭০ কোটি ৮৫ লা

অর্থ বাণিজ্য