শুরু বাজেট অধিবেশন, কোন দিনে কী থাকছে

শুরু বাজেট অধিবেশন, কোন দিনে কী থাকছে

বুধবার বিকেল ৫টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হলো।

এটি একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন। এ অধিবেশনেই বৃহস্পতিবার বিকেলে ২০২১-২২ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

জানা গেছে, বরাবরের মতো এবারও রোস্টার করে সংসদ সদস্যরা অধিবেশনে অংশ নেবেন। প্রতি কার্যদিবসে উপস্থিতির সংখ্যা ১০০ থেকে ১২০ জনের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে।

এক্ষেত্রে একজন সংসদ সদস্য তিন থেকে চার কার্যদিবস অধিবেশনে যোগ দেবেন। যোগদানের জন্য তাদের করোনা নেগেটিভ সনদ থাকা বাধ্যতামূলক। একদিন করোনা টেস্টের নেগেটিভ ফলাফলের ভিত্তিতে পরপর দুদিন অধিবেশনে যোগ দেওয়া যাবে। ফলে সংসদে যোগদানের জন্য সংসদ সদস্যদের একাধিকবার নমুনা পরীক্ষার প্রয়োজন পড়বে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, কয়েক দফা বিরতি দিয়ে ১২ কার্যদিবস চলতে পারে বাজেট অধিবেশন।

 

প্রথম দিনের অধিবেশনের যা থাকছে

শুরুতেই সংসদীয় কমিটির সভাপতিমণ্ডলী মনোনয়ন দেওয়া হবে। এরপর শোক প্রস্তাব। প্রথমদিনের বৈঠকে প্রশ্নোত্তর এবং জরুরি গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের (বিধি ৭১) নোটিশ নিষ্পত্তির কথা রয়েছে। দিনের কার্যসূচী অনুযায়ী, প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর ছাড়াও মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্নোত্তর পর্ব রয়েছে।

চলতি সংসদের সদস্য আসলামুল হক ও আব্দুল মতিন খসরু যথাক্রমে ৪ ও ১৪ এপ্রিল মারা গেছেন। তাদের স্মরণ করে শোক প্রস্তাব গ্রহণ করা হবে।

গত ১১ মে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২ জুন (বুধবার) বিকেল ৫টায় একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন আহ্বান করেন। তিনি বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

বাংলাদেশের আর্থিক বছরের হিসাব অনুযায়ী জুলাই-জুনকে অর্থবছর ধরা হয়। তাই ২০২২-২০২৩ অর্থবছরের জন্য বাজেট দিতে যাচ্ছে সরকার।

বৃহস্পতিবার নতুন অর্থবছরের জন্য বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ওইদিন বিকাল ৩টায় ২০২২-২৩ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। একই দিন ২০২২ সালের অর্থবিল পেশ করবেন।

প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বাজেটের পরদিন অর্থাৎ শুক্রবার বিকাল ৩টায় বাজেটোত্তর সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী। এরপর ১২ জুন ২০২১-২২ অর্থবছরের সম্পূরক বাজেটে অন্তর্ভুক্ত দায়যুক্ত ব্যয়ের উপর আলোচনা হবে।

২০২১-২২ অর্থবছরের সম্পূরক বাজেটের অন্তর্ভুক্ত অন্যান্য ব্যয় মঞ্জুরি দাবির উপর ভোটগ্রহণ। একইদিন নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল ২০২২ উপস্থাপন বিবেচনা ও পাস। বাজেট অধিবেশনের ক্যালেন্ডার অনুযায়ী ১৪ জুন থেকে ২৮ জুন ছুটির দিন ব্যতীত অন্যান্য দিন ২০২২-২৩ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে।

২৯ জুন বুধবার ২০২২-২৩ অর্থবছরের বাজেটে অন্তর্ভুক্তি দায়যুক্ত ব্যয়ের উপর আলোচনা এবং বাজেট আলোচনার পর প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সমাপনী বক্তব্য ২০২২ সালের অর্থবিল বিবেচনা ও পাস হবে। ৩০ জুন বৃহস্পতিবার ২০২২-২৩ অর্থবছরের বাজেট পাস হবে আগামী ১ জুলাই থেকে শুরু হবে নতুন অর্থবছর।

জাতীয়