জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন শেষ ৪ জুলাই

জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন শেষ ৪ জুলাই

একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন শেষ হবে আগামী ৪ জুলাই। শুক্রবার ও শনিবার ছাড়া প্রতিদিন বিকেলে বসবে সংসদের অধিবেশন।

রোববার (৫ জুন) সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

করোনাভাইরাস মহামারির কারণে গত দুই বছর এই কমিটির কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি। কমিটির সভাপতি স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেন।

এছাড়া কমিটির সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আইনমন্ত্রী আনিসুল হক, বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ, প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি ও আবদুস সাত্তার ভূঞা বৈঠকে অংশ নেন।

বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী ৮ জুন ‘পদ্মা সেতু’ নিয়ে সংসদে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। ৯ জুন বিকেল ৩টায় ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। ১২ জুন সম্পূরক বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। ১৩ জুন সম্পূরক বাজেটে অন্তর্ভুক্ত দায়যুক্ত ব্যয়ের উপর আলোচনা এবং নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল-২০২২ পাস হবে। ২৯ জুন অর্থবিল পাস হবে। ৩০ জুন নির্দিষ্টকরণ বিল-২০২২ পাস করা হবে।

এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৭১টি ও অন্যান্য মন্ত্রীর জন্য এক হাজার ৫৫০টি প্রশ্নসহ মোট এক হাজার ৬২১টি প্রশ্ন পাওয়া গেছে এবং বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৩৭টি।

জাতীয়