সীতাকুণ্ড ট্রাজেডি : ২২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ৪৯

সীতাকুণ্ড ট্রাজেডি : ২২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ৪৯

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুন ২২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছ। রোববার (৫ জুন) সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণ আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘দীর্ঘ ২২ ঘণ্টার চেষ্টায় বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন আগুন নির্বাপণের কাজ চলছে।’

শাহাদাত হোসেন বলেন, ‘ফায়ার সার্ভিস কর্মীরা প্রত্যেকটি কনটেইনার খুলে চেক করছেন। কনটেইনারগুলো থেকে ফের আগুনের সূত্রপাত হতে পারে কিনা তা পর্যবেক্ষণ করা হচ্ছে।’

তিনি আরো জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট ও বাংলাদেশ সেনাবাহিনীর ১টি কোম্পানি যৌথভাবে কাজ করেছে।

উল্লেখ্য, শনিবার (৪ জুন) রাত ৯টার দিকে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটে। দ্রুত চারদিকে আগুন ছড়িয়ে পড়ায় বহু হতাহতের ঘটনা ঘটে। এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সারাদেশ