চীনকে হুমকি দিলো তাইওয়ান

চীনকে হুমকি দিলো তাইওয়ান

চীনের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্যিক সংস্থায় বিচার দেওয়ার হুমকি দিয়েছে তাইওয়ান। এতে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। চীন তাইওয়ানের কাছ থেকে ‘গ্রোপার মাছ’ আমদানি নিষিদ্ধ করার পর তাইওয়ান এমন হুমকি দিয়েছে।

চীন দাবি করেছে, তারা তাইওয়ান থেকে আসা গ্রোপার মাছে নিষিদ্ধ রাসায়নিক পেয়েছে। গত বছর চীন তাইওয়ান থেকে আনারস, চিনি-আপেল ও মোম আমদানি নিষিদ্ধ করে। চীনের দাবি এগুলোতে তারা কীটপতঙ্গ পেয়েছে। তবে তাইওয়ান এসব দাবি কঠিনভাবে অস্বীকার করেছে।

গত কয়েক বছরে তাইওয়ানের সঙ্গে চীনের সম্পর্ক খারাপ হয়েছে। কারণ চীন তাইওয়ানের বিরুদ্ধে সামরিক কর্মকাণ্ড বৃদ্ধি করেছে এবং দেশটির সার্বভৌমত্ব নিয়ে হুমকি দিয়ে যাচ্ছে।

এদিকে গ্রোপিং মাছ নিয়ে চীনের কাস্টমস কর্তৃপক্ষ শুক্রবার (১০ জুন) জানায়, তারা নিষিদ্ধ রাসায়নিক পেয়েছেন। এরপর তারা ঘোষণা দেয়, চীনের সাধারণ মানুষের স্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করে সোমবার থেকে গ্রোপিং মাছ আমদানি বন্ধ করে দেওয়া হবে।

তবে এর বিরোধিতা জানিয়ে তাইওয়ানের কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী চেন চি-চুং বলেছেন, ‘মাছে কোনো কিছু নেই। তারা চীনকে তথ্য পাঠাবেন এবং চীনের কাছ থেকে এ ব্যাপারে ফিরতি বক্তব্য পাওয়ার আশা প্রকাশ করেন।’

এরপর তিনি জানান, যদি চীন ফিরতি বক্তব্য না দেয় তখন তাদের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্যিক সংস্থায় বিচার নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে তাইওয়ান।

আন্তর্জাতিক