আন্তর্জাতিক ফুটবল খেলতে না পারায় ২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত ফিফা র্যাঙ্কিংয়ে খুবই খারাপ অবস্থানে ছিল বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের পেছাতে পেছাতে দলটির অবস্থান গিয়ে ঠেকেছিল ১৯৭-তে।
সেই শঙ্কা কাটিয়ে ফিরেই ২০১৯ সালে ১৮২-তে উঠে এসেছিল জামালরা। কিন্তু ২০২২-এ আবারও একটু ধাক্কা খেল বাংলাদেশ।
এদিকে শনিবার (১১ জুন) এশিয়ান কাপ বাছাইপর্বে তুর্কমেনিস্তানের কাছে ২-১ ব্যবধানে হেরে গেছে জামাল ভূঁইয়ার দল। এই হারের মধ্যে দিয়েই আবার র্যাঙ্কিংয়ে ১৯০-তে নেমে গেল বাংলাদেশ।
এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচগুলো খুবই কড়াকড়ি হয়ে থাকে। র্যাঙ্কিং, রেটিং পয়েন্ট ঠিক রাখার জন্য এ ম্যাচগুলোর ফল বেশ গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে ৯৯ ধাপ এগিয়ে থাকা দল বাহারাইনের বিপক্ষে ২-০ গোলের হারে রেটিং পয়েন্ট ৫.০১ কমেছিল জামালদের। সে সঙ্গে র্যাঙ্কিংয়ে অবস্থানও এক ধাপ পিছিয়ে গিয়েছিল।
গতকাল ১৩৫তম দল তুর্কমেনিস্তানের বিপক্ষে র্যাঙ্কিং ও রেটিং বাড়িয়ে নেওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। গোলের সুযোগ সৃষ্টিতে বাংলাদেশই এগিয়ে ছিল। কিন্তু সুযোগ কাজে লাগাতে না পেরে ম্যাচটা ২-১ ব্যবধানে হেরেছে জামালরা। এতে বাংলাদেশের রেটিং পয়েন্ট কমেছে ৭.৯। আর র্যাঙ্কিংয়ের দিক দিয়ে ৩ ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৯২তম স্থানে।