১৭৬টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানে আজ ভোট

১৭৬টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানে আজ ভোট

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ছাড়াও পাঁচটি পৌরসভা, ১২৩টি ইউনিয়ন এবং একটি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে আজ বুধবার ভোটগ্রহণ হবে। একই সঙ্গে  ৪৪টি ইউনিয়ন ও তিনটি উপজেলা পরিষদের বিভিন্ন শূন্য পদের উপনির্বাচনেও ভোটগ্রহণ হবে আজ। নির্বাচন কমিশন জানিয়েছে, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ হবে ইভিএমে। উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ হবে ব্যালট পেপারে।

যে পাঁচটি পৌরসভায় নির্বাচন সেগুলো হচ্ছে—মেহেরপুর পৌরসভা, গোপালগঞ্জের মুকসুদপুর ও গোপালগঞ্জ, রাঙামাটির বাঘাইছড়ি ও সিলেটের বিয়ানীবাজার। নির্বাচন কমিশন ঝিনাইদহ পৌরসভারও নির্বাচনী তফসিল ঘোষণা করেছিল, কিন্তু ওই পৌরসভায় নির্বাচন স্থগিত করা হয়েছে।

এই পাঁচ পৌরসভার মধ্যে বিয়ানীবাজারে মেয়র পদে সর্বোচ্চ ১০ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন। গোপালগঞ্জেও ১০ জন প্রার্থী ছিলেন। কিন্তু গতকাল মঙ্গলবার পর্যন্ত কয়েক দফা সংবাদ সম্মেলন করে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন না বলে ঘোষণা দিয়েছেন ৯ জন প্রার্থী। ওই পৌরসভায় নির্বাচনী মাঠে রয়েছেন শুধু নৌকা প্রতীকের মেয়র প্রার্থী শেখ রকিব হোসেন। এ ছাড়া মুকসুদপুর পৌরসভায় পাঁচজন এবং বাঘাইছড়ি ও মেহেরপুর পৌরসভায় দুজন করে প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এই পাঁচ পৌরসভায়  মোট ভোটার এক লাখ ৪৬ হাজার ৯৯ জন এবং মোট ৭৯টি ভোটকেন্দ্রের ৪৩৪টি ভোটকক্ষে  ভোটগ্রহণ হবে।

এদিকে ভোটের এক দিন আগে গতকাল সন্ধ্যায় মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খানকে  বদলি করা হয়েছে। মেহেরপুর পৌরসভার আওয়ামী লীগ প্রার্থী একজন কাউন্সিলর প্রার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এই ব্যবস্থা গ্রহণ করে।

উপজেলা নির্বাচন : উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন হবে খাগড়াছড়ির গুইমারায়। আর চেয়ারম্যান পদে উপনির্বাচন হবে দিনাজপুরের খানসামা ও সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদে। ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন হবে নেত্রকোনার মদন উপজেলায়।

ইউপি নির্বাচনে শঙ্কা : এদিকে ইউপি নির্বাচনে কিছু এলাকায়  ভোটাররা সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত। গতকাল কয়েকটি নির্বাচনী এলাকায় হামলা ও হুমকির অভিযোগ পাওয়া গেছে।

পিরোজপুরের নাজিরপুরে ইউপি নির্বাচনের প্রচারণায় উপজেলার কলারদোয়ানিয়া ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও তাঁর কর্মীদের মারধর এবং তাঁদের  এলাকা ছাড়ার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান হাসানাত ডালিম গতকাল দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ছিদ্দিকুর রহমান জানান, স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর নৌকা প্রতীকের প্রার্থী ও কর্মীদের হামলার একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাবনার ভাড়ারা ইউপি নির্বাচনে ভোটারদের শঙ্কা এখনো কাটেনি। গত ১১ ডিসেম্বর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন আলম হত্যার ঘটনায় এই ইউপির  নির্বাচন বাতিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।

এই ইউপির চেয়ারম্যান পদে একজন স্বতন্ত্র প্রার্থী  সুলতান মাহমুদ খানের অভিযোগ,  নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন গত ৭ জুন রাত থেকে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি-ধমকি দিচ্ছে। এতে সুষ্ঠু ভোট নিয়ে ভোটাররা শঙ্কিত।

অন্যদিকে নৌকা  প্রতীকের  প্রার্থীর বক্তব্য, ‘এসব অমূলক অভিযোগের কোনো ভিত্তি নেই। প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে রয়েছি। ভোটাররা  ভয়ভীতির ঊর্ধ্বে থেকে যাঁকে ভালো লাগবে তাঁকে ভোট দেবেন।

পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে যা যা করণীয় জেলা পুলিশের পক্ষ থেকে তাই করা হবে।

চট্টগ্রামের বাঁশখালীর ১৩ ইউনিয়নে ১২৭টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৪টিই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন। এর মধ্যে  অধিক ঝুঁকিপূর্ণ ৪৭টি এবং ঝুঁকিপূর্ণ ৬৭টি কেন্দ্র। এ ছাড়া অন্তত ৩২টি ভোটকেন্দ্রে যোগাযোগে চরম দুরবস্থা রয়েছে। আজ বৃষ্টি হলে কয়েকটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণে সমস্যা দেখা দিতে পারে।

বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম বলেন, ‘বাঁশখালীতে শতভাগ সুষ্ঠু নির্বাচন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেউ অন্য রকম চিন্তা করলে পরিণতি ভয়ংকর হবে। ’

বাঁশখালীর ১৩টি ইউপির মধ্যে ১২টি ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা তৎপর।    বিএনপি দলীয়ভাবে অংশ না নিলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতারা নির্বাচন করছেন।

সারাদেশ