৯৩ কেন্দ্রের ফলাফল কুসিক নির্বাচন: সাক্কু ৪৪,৭৭৮, রিফাত ৪৪,৩৮৫

৯৩ কেন্দ্রের ফলাফল কুসিক নির্বাচন: সাক্কু ৪৪,৭৭৮, রিফাত ৪৪,৩৮৫

কুমিল্লা প্রতিনিধি

শেষ হয়েছে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। এখন ভোট গণনা চলছে। মোট ১০৫টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ৯৩টি কেন্দ্রের বেসরকারি ফল পাওয়া গেছে।

প্রাপ্ত ফলে, সদ্য বিদায়ী মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু টেবিলঘড়ি প্রতীকে ৪৪ হাজার ৭৭৮ ভোটে এগিয়ে আছেন। তার নিকটতম আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী আরফানুল হক রিফাত নৌকা প্রতীকে ৪৪ হাজার ৩৮৫ ভোট।

জেলা শিল্পকলা একাডেমীতে থেকে নির্বাচনের ফল ঘোষণা করা হবে।

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সিইসি বলেন, ‘সার্বিক দিক বিবেচনায় বলা যায়, কুমিল্লা সিটিতে ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। ভোটারদের কাছ থেকেও তেমন কোনো অভিযোগ আসেনি। এ সিটিতে (কুমিল্লা) প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে। খুব বিরূপ মন্তব্যও আমরা পাইনি।’

সারাদেশ