ছিনতাইকারির ছুরিকাঘাতে আহত সিএনজিচালকের মৃত্যু

ছিনতাইকারির ছুরিকাঘাতে আহত সিএনজিচালকের মৃত্যু

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত সিএনজিচালক মামুন হাওলাদার (৪৫) মারা গেছেন।

সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছে।

এ তথ্য নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া জানান, ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত সিএনজিচালক ভোর সাড়ে ৪টার দিকে হাসপাতালে মারা গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এর আগে রোববার দুপুর দেড়টার দিকে খিলগাঁও তালতলা মার্কেটের চত্বরে এ ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার আহত অবস্থায় মামুন জানান, স্ত্রী মনোয়ারা ও তিন সন্তান নিয়ে কামরাঙ্গীরচর ঝাউলাহাটি চৌরাস্তা এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন। দুপুরে নিউমার্কেট থেকে কয়েক কার্টুন মালামালসহ একজন যাত্রীকে নিয়ে খিলগাঁও তালতলা মার্কেটে যায়। সেখানে যাত্রীকে নামিয়ে দিয়ে তালতলা মার্কেটের চত্বরে দাঁড়িয়ে চা সিগারেট খাচ্ছিলেন। এ সময় হঠাৎ এক যুবক এসে তার গলায় ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে। পরে তার পেটে কয়েকটি ছুরিকাঘাত করে। এবং তার কাছে থাকা ১৫ শত টাকা নিয়ে যায়।

অপরাধ