ডিপিডিস’র অভিযান রাত ৮টার পরেও দোকান খোলা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ডিপিডিস’র অভিযান রাত ৮টার পরেও দোকান খোলা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহারের জন্য রাত ৮টার পর সব দোকানপাট এবং মার্কেট বন্ধ রাখতে কঠোর নজরদারি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি এ নির্দেশের আলোকে ঢাকার বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)।

সোমবার(১৮ জুলাই) রাত ৮টার পর রাজধানীর বায়তুল মোকাররম, দৈনিক বাংলা, পল্টন, ফকিরাপুলসহ বেশ কিছু এলাকায় অভিযান চালায় ডিপিডিসির টিম।

ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান বলেন, আমরা প্রত্যেক জোনকে জানিয়েছি রাত ৮টার পর গাড়ি নিয়ে টহল দিতে। যদি তারা বাজার বা দোকান এখন ও খোলা দেখতে পায় তবে সেগুলো বন্ধ করতে তাদের মালিকদের প্রথমে অনুরোধ করা হবে, এরপর না মানলে সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।”

সোমবার ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোতে উৎপাদন বন্ধ ছিল। তাই চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদিত হয়েছে।

উল্লেখ্য, গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ মঙ্গলবার থেকে প্রতি সপ্তাহে একদিন জ্বালানি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানান।

এছাড়াও বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য আজ মঙ্গলবার থেকে এলাকাভিত্তিক একটি নির্দিষ্ট সময়ের জন্য লোডশেডিং শুরু হতে যাচ্ছে।

জাতীয়